শুক্রবার, ১৭ জুন, ২০১১

windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android system


windroid windows mobile android phone windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (১) | Techtunes

আমি এ পদ্ধতির বেপারে অবগত হয়েছি! সেটি নিয়ে আলোচনা করবো

১। dual boot কি?
উত্তর : dual boot মূলত একটী মবাইলে দুই রকম OS ব্যবহার করা! যেমন windows মোবাইলে android , ipone এ android!

২। এটা কোন কোন মোবাইলে করা যায়?
Apple iOS Devices:
iPhone 2G  :
Android 2.2, Android 2.3
iPhone 3G  :
Android 2.2, Android 2.3
iPod Touch 1G :
Android 2.3
LG Devices (Proprietary OS)
LG Arena / KM900
Windows Mobile 6 Devices
HTC Gene / P340x
Android 1.5
HTC Tilt / Kaiser / TyTN II / MDA Vario III
Android 2.1, Android 2.2
HTC Touch CDMA / Vogue 100 / P3050
Android 2.2, Android 2.3
HTC Touch Cruise / Polaris / P3650
Android 2.1, Android 2.2
HTC Touch Diamond / MDA Compact IV / P3051 / P370x
Android 2.2
HTC Touch Diamond 2 / Pure / Topaz / MDA Compact V / T5388
Android 1.6-2.2
HTC Touch Dual / Nike / MDA Touch Plus / P5500
Android 2.2
HTC Touch GSM / Elf / P345x
Android 1.5
HTC Touch HD / Blackstone
Android 2.2
HTC Touch Pro / Fuze / Raphael
Android 2.2
HTC Touch Pro 2 / Tilt 2 / Rhodium
Android 2.2, Android 2.3
Windows Phone 7 Devices
HTC HD2
Android 2.2
SONY ERICSSON XPWRIA:
Xperia X1 , X2 : froyo 2.2 , ubuntu 8.4
৩। এটা কই পদ্ধতিতে করা যায় প্রধানত?
উত্তর : বেস কয়েক পদ্দতিতে করা যায়! তবে আমি সহয পধতি ই আপনাদের শেখাব!
৪। এটা করতে কি কি প্রয়োজন হই?
উত্তর : এটা করতে প্রথমত সাপর্টেড মোবাইল লাগবে! তারপর মোবাইল অনুযায়ী android ROM / android boot ফাইল লাগবে!
প্রয়োজন হলে gen.y dualboot সফটওয়ার টা ব্যবহার করা যায়!
৫। এটা করলে কি লাভ হই?
উত্তর : এটা করলে আপনি android কেনার সামর্থ না থাকলেও windows  এ ই android এর মজা নিতে পারবেন! সব আন্ড্রয়েড অ্যাপ্লিকেসন ব্যবহার করতে পারবেন! তবে একটু সীমাবদ্ধতা রয়েছে! যেমন কিছু কিছু android version বুট করলে camera কাক করে না! আবার keypad লে আউট এ একটু পরিবর্তন আসে! তবে ভই পাওয়ার কোন কারন নেই! আপনি আবার সব ফিরেয় পাবেন windows করলে!
৬। এটা করলে পুর্বাবস্থাই ফিরেয় যাওয়া যায়?
উত্তর :  অবস্যই যাবে! কিছু ক্ষেত্রে restart করলেই হই! আবার কিছু ক্ষেত্রে software ব্যবহার করতে হই!
৭। এটা করলে windows মোবাইলে android game, apps এসব ব্যবহার করতে পারব?
উত্তর : অবস্যই!!!!! এই কায করতে পারার জন্যইত dualboot!
৮। এটা করতে কোন আসঙ্কা নেইত?
উত্তর : না নেই!
আপনার প্রথম কাজ হবে একটা memory card নেয়া যা ২ গিগা এর কম এবং অবশ্যি SDHC নয়! এবং একটি সাপর্টেড মোবাইল (আগের টিউন এবং নিচে লিস্ট দিয়েছি) । আপনি আপনার মেমরী টি যথাযত কিনা টা এর উপরের HC  লেভেল দেখেই বুজবেন!
02 microsd windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
মেমরী কার্ডটি FAT32 ফাইল সিস্টেমে ফরমেট করে নিতে হবে!
04 windows formater windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
এখন আপনার কাজ হবে আপনার মোবাইলের জন্য সঠিক android port বা android file টি বেছে নিয়ে download করা! নিচের লিস্ট থেকে বেছে নিন!
android skate windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
প্রয়োজনীয় android port ডাউনলোড করার পর কোন UnZip software দিয়ে UnZip করুন।
01 extract android windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
UnZip করার পর দেখুন সেখানে "andboot" নামে একটি folder আছে। folder টীতে গিয়ে দেখুন সেখানে "startup config" অথবা "startup" একটি folder আছে।  সেটি খুলুন। সেখানে আপনাকে "startup.txt" ফাইলটি খুজতে হবে। এই ফাইলটি আপনাকে "andboot" এর root folder এ কপি করে আনতে হবে! এই ফাইলটি android কে অবগত করবে যে আপনার মোবাইলটির ram কত, display আকৃতি, keypad layout ইত্যাদি। নিচের লিস্ট টা পড়ে সটিক ফাইলটি নির্বাচন করবেন।
05 startups windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes সঠিক ভাবে "startup.txt" ফাইলটি "andboot" folder এ পেস্ট করার পর পুরো "andboot" folder টি আপনার সদ্য ফরম্যাট কৃত memory card এ কপি করুন।
memory card টি মোবাইলে লাগান। ফাইল মেনেজার ওপেন করুন। মেমরী কার্ডে যান। "andboot" foder টি ওপেন করুন। মনে রাখবেন  অবশ্যই মোবাইলটি চার্জে লাগিয়ে দিতে হবে! নাহই হেংগ করতে পারে!
06 andboot windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
"andboot" folder এ "haret.exe" একটি ফাইল রয়েছে! যদি সঠিক startup.txt ফাইলটি andboot এ থাকে তবে haret.exe ফাইলটি RUN করাতে পারবেন। একটা quick loading screen দেখতে পাবেন! haret আপনার windows কে বন্ধ করে android কে চালু করবে!
07 haret 01 windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
আপনি বুট চলাকালীন সময়ে  একটা সুন্দর android লোগো দেখতে পাবেন।
[বিঃ দ্রঃ প্রথম বুট একটু বেশি সমই নিবে। বুটিং চলার সমই আপনার স্ক্রিন কে calibration করতে হবে।
09 xdandroid booting windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
যখন linux সেটিংস হয়ে যাবে তখন android একটা সুন্দর welcome screen নিয়ে হাযির হবে।
[টিপসঃ যদি আপনার android এ data plan active না হয় তবে আপনাকে একটু ট্রিক করে টা আনতে হবে! প্রথমে স্ক্রিনের উপরের বাম কোনাই টাচ করুন , তারপর ডান কোনাই ।তারপর নিচে ডান কোনাই , তারপর বাম কোনাই। তারপর মাঝখানের android লোগো তে। data plane active হয়ে যাবে।
11 android welcome windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
Syncronization এর জন্য ১০ মিনিট এর মত সমই দিন। নাহই software system crash হতে পারে। এই মেসেজ দিতে পারে >>
12 android error windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
ইচ্ছা মত আপনার android সেটিংস পাল্টান! android apps ইল্টল করুন। android বুট করলেই এগুলো কার্যকর হবে।
আপনার মোবাইল restart করলেই আবার windows  হয়ে যাবে! আবার android করতে চাইলে শুধুমাত্র haret.exe রান করলেই হবে।
অথবা Gen.Y DualBoot software টি ব্যবহার করতে পারেন। এটি প্রত্যেকবার মোবাইলে অন করার সমই এটাও অন হবে। শুধু মাত্র android অথবা windows এর লোগো তে টাচ করেই আপনি পরইবর্তন করতে পারবেন আপনার OPERATING SYSTEM.
GenY Dual Boot Android windows কে android করুন! আর উপভোগ windows এর দামে android এর মজা!! (২) | Techtunes
ডাউনলোড করুনঃ Gen.Y DualBoot
[এখানে ৫ টি ধরনের মোবাইলের জন্য সফটওয়ার দেয়া আছে ৫ টি! আপনার মোবাইল ফরমেট অনুজায়ী ব্যবহার করুন। আর দরকার হলে আমি ত আছিই]
Android Rom :
Touch Pro (Fuze, RAPH, RAPH800, RAPH500)
Touch Diamond (DIAMOND, DIAM500)
Touch HD (BLACKSTONE)
GSM Touch Pro2 (TILT2,RHODIUM, RHOD400, RHOD500)
GSM Touch Diamond2 (TOPAZ)
Samsung i900 (GSM, supported worldwide)
Samsung i910 (CDMA, used by Verizon in the US)
Samsung i780 (Mirage)
Samsung i907 (AT&T Epix)
HTC Artemis
HTC Elf, HTC Elfin
HTC Excalibur, T-Mobile Dash
HTC Gene, HTC P3400
HTC Herald, T-Mobile Wing
HTC Opal, HTC Touch Viva
HTC Pharos
HTC Prophet
HTC Startrek
HTC Wizard
Asus P320, Galaxi Mini
Sony Xperia 1
Sony Xperia 2
YOUTUBE TUTORIAL
আশা করি সবার কাজ্ব লাগবে! লাগলে ধন্যবাদ দিবেন কিন্তু! আর প্রশ্ন থাকলে করবেন!!


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন