মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি

আপনার কম্পিউটারে যদি আইটিউনস সফটওয়্যারটি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।

আউটিউনস ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে তা ওপেন করুন। ওপেন হয়ে গেলে বাম দিকে আইটিউনস স্টোর এ ক্লিক করুন, তারপর এ্যাপস্টোর এ ক্লিক করুন:

5814871950 4a62ec2d3a b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

তারপর উইন্ডোর ডানপাশে একটু নিচের দিকে গিয়ে Free Apps Pane থেকে যে কোনো একটা এ্যাপ্লিকেশন সিলেক্ট করে নিচের মতো ফ্রি বাটনে ক্লিক করুন:

5814302851 48c1c94b44 b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

Sign in to Download from the itunes store নামে একটা উইন্ডো আসবে, সেখান থেকে Create New Account সিলেক্ট করুন:

5814303219 94a096430c b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

পরবর্তী উইন্ডোতে Continue বাটনে ক্লিক করুন:

5814872672 6cc5c8406c b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

লাইসেন্স এগ্রিমেন্ট উইন্ডোতে প্রথমে I Accept এ ক্লিক করুন, তারপর Continue তে ক্লিক করুন ( দুঃখিত, আমার এখানে আরবিতে দেখাচ্ছে)

5814303517 18fd109c4f b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

এখন যাবতীয় তথ্য দিয়ে Continue বাটনে চাপুন:

5814872938 220210aa26 b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes


এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, পেয়মেন্ট উইন্ডোতে অবশ্যই NONE এ ক্লিক করুন, তারপর বিলিং এ্যড্রেস দিয়ে Continue বাটনে ক্লিক করুন:

5814303877 a5043d5574 b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

ভেরিফাই উইন্ডোতে এসে Done এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেলো আপনার নিজস্ব এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট। কিন্তু আপনার ইমেইলে গিয়ে এ্যাকাউন্ট ভেরিফাই করার আগ পর্যন্ত এই এ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না।

5814303731 96ba4a1fdf b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

আপনার যে ইমেইল এ্যাকাউন্ট আপনি এ্যাপল আইডি তৈরী করার জন্য ব্যবহার করেছেন, সেথানে লগইন করে এপলের Please verify the contact email address for your Apple ID. মেইলটি খুলুন এবং নিচের মতো Verify Now এ ক্লিক করুন:

5814938118 0469d60e2b b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

ক্লিক করার পর আপনার ব্রাউজার আপনাকে এ্যপলের সাইটে রিডিরেক্ট করবে। সেখানে আপনার লগইন ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। ব্যস হয়ে গেলো আপনার নিজের আইটিউনস এ্যকাউন্ট। যা দিয়ে আপনি এ্যাপলস্টোর থেকে যে কোন ফ্রি এ্যাপলিকেশন বা অন্য কোন কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।

5814303995 53b5be879b b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

আর একটা ব্যাপার, এই এ্যাকাউন্ট দিয়ে আপনি শুধু ফ্রি কনটেন্ট গুলোই ডাউনলোড করতে পারবেন, যদি পেইড কোন কনটেন্ট ডাউনলোড করতে চান, তখন এ্যাপলস্টোর আপনাকে আপনার ডেবিট/ক্রেডিট কার্ড এর তথ্য দিতে বলবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন