বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

ব্লগারে পেজনাম্বার যোগ করা

blogspot icon ব্লগারে পেজনাম্বার যোগ করবেন যেভাবে.........
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

ব্লগসাইটের জন্য পেজ নম্বর কোডটি খুবই গুরুত্বপূর্ন, কেননা এতে করে একজন ভিজিটর অনেক বিরক্তির হাত থেকে রেহাই পেয়ে থাকেন। ব্লগসাইটের জন্য এই ফিচারটি সত্যিই খুবই প্রয়োজনীয়। ব্লগসাইটে পেজনম্বর যুক্ত করা একটি কষ্ট সাধ্য ব্যপার। তবে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারেন। এজন্য আপনাকে নিন্মোক্ত পদ্ধতিগুলো অনুসরন করতে হবে।

numbered page navigation for blogger ব্লগারে পেজনাম্বার যোগ করবেন যেভাবে.........


Read more »

বুধবার, ৬ জুলাই, ২০১১

জাভা মোবাইলটিকে বানিয়ে ফেলুন রির্মোর্ট আর নিয়ন্ত্রন করুন আপনার কম্মিউটারের অনেক পোগ্রাম ।

নোকিয়া সেটগুলোতে এ সুবিধা অনুপস্থিত নাই তাতে কি হইছে, বাজান, আপনার এ সমস্যা থেকে মুক্তি পেতে, আপনার মোবাইলে ইনস্টল করুন ছোট্ট একখান software.
সফটয়্যারটির জন্য একটি pc client লাগবে, যা নিচে আমার আপলোডেড .rar ফাইল টিতে দেয়া আছে ।
ফাইলটি,প্রথমে সেটআপ করুন
আগে “reg file” টা কপি করুন এই খানে C:Program FilesBluetooth Remote Control
তার পর অপেন করবেন, জাভা ক্লাইন্টটা মোবাইলে ইনস্টল করুন,
এরপর সফটয়্যাটি রান করুন ।
Read more »

যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন



অনেক সময় আমরা কোথাও যেয়ে  এবং অন্য পিসিতে কাজ করার  প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন  ইনস্টল না থাকায়  কাজ করা সম্ভব না .।এখানে একটি দারুন টিউটোরিয়াল আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার  দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।
এইটি WINRAR. ব্যবহার করার মধ্যে করা যাবে।
এই টিউটোরিয়াল আমি এখানে আপনাকে একটি  VLC প্লেয়ার তৈরি করে দেখাবো  কিভাবে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়।
Read more »

শুক্রবার, ১ জুলাই, ২০১১

[অধ্যায়-১১] ফিশিং-২ (একটি নকল পেজ)

প্রথমেই কাজে লেগে পড়ি।  কাজ শুরু করার পূর্বে দেখে নিন ফেসবুক লগআউট করেছেন কিনা। না করে থাকলে প্রথমে লগআউট করে নিন। এবার প্রবেশ করুন নিচের সাইটে অথবা ব্রাউজারে (ফায়ারফক্স ব্যবহার করুন।) লিখুন।
http://www.facebook.com/login.php
নিচের মত একটি পৃষ্ঠা আসবে। এবার মাউনের ডান বাটনে ক্লিক করে View Page Source এ ক্লিক করুন। একটি নতুন পৃষ্ঠা খুলবে। নীচে দেখুন।
 ফিশিং ২ (একটি নকল পেজ): [অধ্যায় ১১]
এবার সোর্স কোডের সবগুলো কপি করে নিন।
ব্রাউজারে লিখুন http://www.ripway.com
Read more »

[অধ্যায়-১০] গুগল ডর্কের এক বিশাল সংগ্রহশালা

নীচে গুগল ডর্কের এক বিশাল সংগ্রহ দেয়া হল। এগুলো কিভাবে ব্যবহার করবেন তা জানতে হলে প্রথমে এ পোষ্টটি পড়ে নিন।
intitle:index.of .bash_history
intitle:index.of .sh_history
intitle:”Index of” index.html.bak
intitle:”Index of” index.php.bak
intitle:”Index of” index.jsp.bak
intitle:”Index of” “.htpasswd” htpasswd.bak
inurl:backup intitle:index.of inurl:admin
“Index of /backup”
intitle:”Index of” index.html~
intitle:”Index of” index.php~
intitle:”Index of” guestbook.cgi
intitle:”Index of” fpcount.exe
intitle:”Index of” msadcs.dll
intitle:index.of trillian.ini
allinurl:auth_user_file.txt
intitle:”index.of” config.php”
intitle:index.of.etc
Read more »

[অধ্যায়-৯] ফিশিং-১ (একটি নকল পেজ )



ফিশিং কি?

মনে করুন আপনি কারও ফেসবুক একাউন্ট হ্যাক করতে চান। এখন আপনাকে কী করতে হবে? আপনি অবিকল ফেসবুক ওয়েলকাম পেজের মত (যে পেজটি ব্রাউজারে ফেসবুক ডট কম লিখলেই আসে সেটি) একটি নকল পৃষ্ঠা বানালেন যেটি কোনভাবে আপনি কোন হোস্টিং সাইটের সাথে যুক্ত করেছেন । সেটি ইমেইল করে আপনার বন্ধুকে পাঠিয়ে দিলেন। সাথে লিখলেন, “বন্ধু দেখো, সম্প্রতি ফেসবুক তাদের নতুন ভার্সন ছেড়েছে। এই ভার্সনে তুমি মেয়েদের গোপন কিছু ছবির সংগ্রহশালা পাবে। ওগুলো দেখতে এখানে লগইন কর।‍‍‍‌‌‌‌“ যখন সে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করবে তখন সে সাথে সাথে ফেসবুকের মূল সাইটে প্রবেশ করবে। তখন তাকে আবার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। সে হয়ত ভাববে এটা কোন ত্রুটি। সে ভাবতেও পারবে না যে তার আইডি ও পাসওয়ার্ড অন্যের অনলাইন একাউন্টে চলে এসেছে। আর এটাই হচ্ছে ফিশিং।
Read more »