মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

ব্লগসাইট তৈরী করতে গুরুত্বপুর্ন কয়েকটি টিপস এন্ড ট্রিকস

ভিজিটরদের সন্তুষ্ট করার জন্য সহজ তিনটি টিপস এর কথা বলছিঃ

  • ১। আপনার ব্লগ এর কন্টেন্ট গুলো এমন ভাবে রাখবেন যাতে সব কিছু ভিজিটরদের চোখের সামনেই থাকে। মানে হল, ব্লগ এর নেভিগেশন সিস্টেম যেমন, মেনু বাটন, লিঙ্ক , হোম পেইজ এর বাটন যাতে সুবিধাজনক স্থানে থাকে।
  • ২। ভাল কিছু এবং সম-সাময়িক ব্যপার নিয়ে লিখুন এবং এগুলোকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার এর অপশন রাখুন , এর ফলে আপনার সাইটের ভিজিটররা এগুলো শেয়ার করবে ও এখান থেকে আপনি আরো ভিজিটর পেয়ে যাবেন। ৫০টি সোশ্যাল বুক-মার্কনিং সাইটের জন্য এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।
  • ৩। যতটা সম্ভব পারা যায় সহজ-সুন্দর-পরিস্কার রাখুন আপনার ব্লগকে। একপেইজে আপনার সব কন্টেন্ট না দেখিয়ে বিভিন্ন বিভাগে ভাগ করে ফেলুন। এর ফলে ভিজিটররা খুব সহজেই তাদের দরকারী বিভাগ থেকে তথ্য গুলো জেনে নিতে পারবে। একটি সার্চ অপশন এর ও ব্যবস্থা রাখতে পারেন।

এবার তাহলে ডিজাইন নিয়ে কথা শুরু করা যাক।

  • ১। আপনার সাইট এর এলাইনমেণ্ট সেন্টারে (মাঝখানে) রাখুন এবং যে বিষয় এর উপরে আপনার সাইটটি বানিয়েছেন সেগুলোকে টপ(সবার আগে) রাখুন।যারা রেডিমেট টেমপ্লেট চান তারা নিচের লিঙ্কগুলো থেকে ঘুরে আসতে পারেন।
    * জুন মাসের জনপ্রিয় ৩০টি ফ্রি টেমপ্লেট কালেকশন।
    * ৫০টি প্রিমিয়াম-কোয়ালিটি সম্পন্ন ফ্রি টেমপ্লেট।
    * ৬০টি হাই কোয়ালিটির ফ্রি টেমপ্লেট।
  • ২।  আপনার সাইটের কন্টেন্ট এর মুল্যায়ন করুন। এর জন্য আপনি ২০/৮০ নিয়ম(RULES) অনুসরন করতে পারেন। ব্যাপারটা বুঝিয়ে বলছি। আপনার সাইটের ২০ ভাগ অংশ রাখুন নেভিগেশন এর জন্য আর বাকি ৮০ ভাগ অংশ রাখুন কণ্টেন্ট উপস্থাপন এর জন্য। নেভিগেশন গুলোকে এমন স্থানে রাখুন যাতে ভিজিটর খুব সহজেই তার পছন্দমত বিভাগে যেতে পারে। উদাহরনঃ সাইটের হেডার(HEADER)  অংশ।
  • আপনাদের সুবিধার জন্য হেডার এর স্টাইল কেমন হয় তার লিঙ্ক দিয়ে দিলাম। দেখে আসতে পারেন।
    * ৩০টি ফাটাফাটি ওয়েব সাইট হেডার।
  • বাকি ৮০ ভাগ জায়গাতে আপনি আপনার সাইট এর বিষয়বস্তু তুলে ধরুন। মজার এবং তথ্যবহুল বিষয়গুলোকে আগে উপস্থাপন করুন। এর ৮০ ভাগ জায়গা আপনার ব্লগ এর জন্য খুবই গুরুত্বপুর্ন। তাই লিখার আগে ভেবে নিন কি নিয়ে লিখছেন।
  • ৩। নেভিগেশন মেনুকে খুব বেশি বড় না করাই ভাল। যদি বড় হয়ে যায় তাহলে সাব মেনুতে ভাগ করে ফেলুন। আপনি যদি নিজে মেনু বানাতে চান তাহলে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
    * তিনস্তুর বিশিষ্ট নেভিগেশন মেনু টিউটোরিয়াল।
  • আর রেডিমেড নেভিগেশন মেনু পেতে হলে দেখে নিতে পারেন নিচের লিঙ্কটি।
    * ৩০টি ড্রুপ ডাউন নেভিগেশন মেনু।
  • ৪। আপনি যে বিষয় নিয়ে লিখছেন তার শব্দগুলোকের বোল্ড করে দিন। তাতে ভিজিটরদের বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে।
  • ৫। ব্যাকগ্রাউন্ড সাদা আর ফন্টের রং কালো হলে ভাল হয়। লক্ষ্য রাখবেন, এমন রং যাতে ব্যবহার না হয় যেন ভিজিটররা আপনার লিখা পড়তে অস্বস্থিবোধ করে।
  • ৬। আপনার বিষয় এর সাথে সামঞ্জস্য রেখে ছবি যোগ করুন। এতে ভিজিটর আপনার লিখা পড়ে মজা পাবে।
  • ৭ । অপ্রয়োজনীয় কিছু না রাখাই ভাল। যেমনঃ সাইটের সব টপিক্স এর নিচে ডেট-টাইম উল্লেখ না করা, অসামঞ্জস্যপুর্ন ছবি।
  • ৮।  ব্লগটি যদি আপনার ব্যাক্তিগত  হয়ে থাকে তাহলে সব টপিক্স এর নিচে নিজের সম্পর্কে না লিখাই শ্রেয়। একাধিক ব্লগার একই সাথে ব্লগিং করলে তখন নিজের লিখার নিচে ব্যক্তিগত তথ্য দিন।
  • ৯। ব্লগে কমেণ্টস দেবার ব্যবস্থা রাখুন। আপনি কেমন লিখছেন, আপনার লিখা কারো উপকারে আসছে কিনা এসব জানাও তো জরুরী।
  • ১০। কমেন্টস মডারেশন এর ব্যবস্থা রাখুন, না হলে স্পামারদের পাল্লায় পরতে পারেন। স্প্যামিং থেকে বাচতে হলে রি-ক্যাপচা ব্যাবহার করতে পারেন। কিভাবে রি-ক্যাপচা ব্যাবহার করতে হয় তার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
  • ১১। সাইটের হেডার এর দিকে লক্ষ্য রাখুন। অনেক বড় হেডার দিয়ে অযথাই সাইট এর স্পেস নষ্ট করবেন না।
  • ১২। সাম্প্রতিক মন্তব্য, টুইটারের টুইট, ফেসবুক ফেন এসব যতটুক সম্ভব সংক্ষিপ্ত রাখুন।
  • ১৩। সাইটে রং ব্যাপারে মার্জিত হোন। সাইটে বেশী বেশী কালারিং করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। একটি কালার স্কিম এর কথা বলছিঃ
    - ব্যাকগ্রাউন্ডঃসাদা
    -মেনুঃ নীল
    -লোগোঃ বাদামী
    - টেক্সটঃ কালো
পরিশেষে বলব, সাইট/ব্লগ তৈরি করার আগে কি নিয়ে লিখতে চান তা ঠিক করুন, ভাল ভাল তথ্য দিন, সুন্দর পরিস্কার ব্লগ টেম্পলেট পছন্দ করুন। আর টিপস গুলো অবশ্যই মনে রাখবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন