শুক্রবার, ১৭ জুন, ২০১১

লগো তৈরি করার সফটওয়্যার

যারা প্রপেশনাল কাজের জন্য লগো, বিভিন্ন সাইটের হেডার বা ব্যানার   তৈরি করতে চাচ্ছেন, কিন্তু ভাল সফটওয়্যারের জন্য করতে পারছেন না। তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই ভাল হবে। এটি দিয়ে আপনি আপনার পচন্দ মতো লগো, ব্যানার, হেডারসহ যে কোন কাজের ডিজাইন করতে পারবেন খুব সহজেই, তারও আবার কয়েক মিনিটে। এতে ডিফল্টভাবে প্রায় ১০০++ লগো টেম্পল্টে রয়েছে, রয়েছে হাই-কোয়ালিটির গ্রাফিক্স টুলস, ক্রিয়েটিব টুলস এবং বিশেষ কিছু ইফেক্ট। ফলে আপনার কাজ হবে আরও আধুনিক, মানসম্মত ও সহজ।Studio V5 LogoMaker. এটি দিয়ে আপনি ওয়েবসাইটের জন্য যেকোন গ্রাফিক্যাল সিম্বল, লেখা, আইকন, বাটন, হেডার, ফুডার এবং ই-বুকের জন্য হেডার, মুভির জন্য দারুনসব টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি খেলার দলের, অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, টেলিভিশন, রেডিও ষ্টেশন, সংবাদপত্র, প্রকাশনী, গানের অনুষ্ঠান বা যে কোন কিছুর গ্রাফিক্যাল সিম্বল তৈরি করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন