বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

আপনার blog এ যুক্ত করুন “Linkedin” Share Button

আমরা কম বেশী  সবাই blogging করি। আপনার blog টি জনপ্রিয় করতে হলে আপনাকে কিছু কাজ করতেই হবে। যেমন: নিয়মিত ভাল কিছু লিখতে হবে, blog টি দেখতে সুন্দর হতে হবে, blog এ নিত্যনতুন সুবিধা যোগ করতে হবে, আপনার article গুলো শিক্ষনীয় হতে হবে। আবার একই article যাতে বারবার না আসে সেই দিকে খেয়াল রাখতে হয়।
Blog  এ "Linkedin" যুগান্তকারী প্রভাব বিস্তার করে আছে। "Linkedin" এর রয়েছে 90 million members যা  200 country তে ছড়িয়ে।  এই বাটনের মাধ্যমে websites, blogs, readers and visitors শেয়ার করে।
দেখা যাক কিভাবে "Linkedin" Share Button যুক্ত করা যায়।

1. আপনার blog এ Log in .
2.  Dashboard এ যান।
 আপনার blog এ যুক্ত করুন Linkedin Share Button  | Techtunes
3. Go to Design and then Edit HTML.
 আপনার blog এ যুক্ত করুন Linkedin Share Button  | Techtunes
4.  "Expand Widget Templates" এ click করুন ।
5. নিচের কেডিটি খুজুন
6. তার নিচে কপি করে দিন যে কোন একটি কোড:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন