মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড

পেনড্রাইভ ও মেমোরি কার্ডে অনেক সময় আমরা এমন সব ফাইল রাখি, যা অন্য কেউ দেখলে ক্ষতি হয়ে যেতে পারে।
তবে চাইলে সুরক্ষিত করে রাখা যায় বহনযোগ্য ডিভাইস এর তথ্য।
অপরের কাছ থেকে ডিভাইসটির সুরক্ষা দিতে ডিভাইসটিতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়।
"ইউএসবি সিকিউর" নামের একটি সফটওয়্যার এর সাহায্যে যে কোন মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যাবে।

নিচের লিঙ্ক থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন (1.24mb)-
Download
ডাউনলোড করা সফটওয়্যারটি  কম্পিউটারে ইন্সটল করুন। সাথে সিরিয়াল কি দেওয়া আছে, ফুল ভার্সন করে নিন।
ইন্সটল করার সময় ডিভাইসটি অবশ্যই কম্পিউটারে কানেক্ট রাখুন ও Destination Drive হিসেবে কোনটি প্রটেক্টেড করতে চান, তা দেখিয়ে দিন।
11 রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড | Techtunes
ইন্সটল হয়ে গেলে উক্ত ডিভাইসে গিয়ে দেখুন USB Secure.exe নামে একটি ফাইল চলে এসেছে।
2 রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড | Techtunes
ওখানে ডাবল ক্লিক করলে নিচের মত একটি চিত্র পাবেন।
333 রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড | Techtunes
Set Password এবং Confirm Password এর ঘরে কাঙ্খিত পাসওয়ার্ডটি  লিখে Protect এ ক্লিক করুন।
এবার লক্ষ্য করে দেখুন, ডিভাইসটির সব ডাটা হাইড হয়ে গেছে।
এখন থেকে যেইই হাইড করা ডাটাগুলো দেখতে চাইবে, তাকে পাসওয়ার্ড দিয়ে আগে ডিভাইসটি আন প্রটেক্টেড করে নিতে হবে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন