কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে| আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রুত উইন্ডোজ চালু করতে পারেন| এজন্য-
- প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন খুলুন|
- এবার View ট্যাব থেকে Automatically search for network files and folders চেক বক্স আনচেক করুন|
- Geviরানে গিয়ে রেজিষ্টি এডিটর খুলে HKEY_LOCAL_MACHINE \Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\RemoteComputer\NameSpace এর D6277990 -4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিড করে ফেলুন|
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন