আজ আমি আপনাদের দেখাব কীভাবে হটফাইল , ফাইলসনিক মেগাআপলোড থেকে ডাউনলোড করবেন
১. hotfile.com /filesonic.com /megaupload.com/duckload.com/fileserve.com এই অ্যাড্রেস গুলুতে যাবেন অর্থাৎ যেই সাইটের আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হল সেই সাইটে গিয়ে লগইন করুন ইউজারনেম এবং পাসওয়ার্ডের জন্য এখানে ক্লিক করুন
২.লগইন করার পর যদি দেখেন অ্যাকাউন্ট টি প্রিমিয়াম , তাহলে আর কখনও লগ আউট হবেন না । (প্লীয কখনও লগ আউট হবেন না যথক্ষন অ্যাকাউন্ট টি প্রিমিয়াম থাকবে , কারন বারবার লগআউট/লগইন হলে অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাওয়ার চাঞ্চ থাকে)
৩. এরপর আপনি এই সাইটে গিয়ে আপনার যে যে ফাইল গুলু দরকার সেগুলু সার্চ করুন । সার্চ করে ডাউনলোড শুরু করে দিন ।
৪.কিছুক্ষণ পরপর আপনারা জানেন অ্যাকাউন্ট গুলু ফ্রী হয়ে যাই । কারন অনেকেই একসাথে এই প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলুতে লগইন করে । তাই সার্ভারে লোড বেশি হয়ে যাই আর সে কারনেই ওরা অ্যাকাউন্ট গুলু ফ্রী করে দে ।
৫.সবচেয়ে ভাল হয় আপনি ডাউনলোড লিংকে গিয়ে নিচের স্ক্রীনশট গুলু অনুসরন করলে ।
download later করলে লাভ টা কি এবার জেনে নি !
যদি আপনি download later দিয়ে দেন তাহলে পরে যেকোন সময় আপনি ওই ফাইল টা ডাউনলোড করতে পারবেন । যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাই তবুও করতে পারবেন । এটাই হল idm এর সবচেয়ে বড় সুবিধা। তাই সবাইকে বলছি idm ছাড়া কেউ ডাউনলোড করবেন না।
idm কীভাবে কনফিগার করবেন দেখে নিন
উপরের ছবির মত একটা সাইটে থেকে ডাউনলোড করতে হলে , ওই সাইটের ইউজারনেম আর পাসওয়ার্ড দিন। এই সেটআপ টা শুধুমাত্র একবার দিলেই হবে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন