বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন

aas screenshot7 এবার নিজেই নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন (একবারে সোজা) {আপডেট} | Techtunes
বন্ধুরা কত জায়গাই দেখলাম নোটপ্যাডে কি দারুন ছবি আকা । তখন ভাবতাম ইশ কত কস্ট করে আকছে । কিন্তু আখন বুঝি পুরাই এক ক্লিক । মাত্র এক ক্লিকে জেকোনো ছবির সিম্বল স্কেচ বানান যায় ।
আগে নিছের স্ক্রিন শট দেখুন নাহলে মজা বুঝবেন না । তারপর বাকি কথা । icon biggrin এবার নিজেই নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন (একবারে সোজা) {আপডেট} | Techtunes

asciiart এবার নিজেই নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন (একবারে সোজা) {আপডেট} | Techtunes
asciiart2 এবার নিজেই নোটপেডে বিভিন্ন সিম্বল দিএ নিজের ছবি আকুন (একবারে সোজা) {আপডেট} | Techtunes
ডাউনলোড করে এন্টিভাইরাস অফ করে এক্সট্রাক্ট করুন । এবার ইন্সটল করে প্যাচ ইন্সটল ফোল্ডারে কপি করে রান করুন । এবার প্যাচ করে কাজ করুন ।
ওপেন করে File>Convert picture to ASCII Art. এবার আপনার ছবি সিলেক্ট করুন ওকে । এবার এটাকে নোটপ্যাডে কপি করে নিন ।
মন চাইলে একবার ঘুরে আশুন এরকম অনেক কিছু পাবেন । আর লাগলে জানাবেন দেউয়ার চেষ্টা করব ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন