মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

দ্রুততম বিশ্বরেকর্ড

সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে মানুষকে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়। সময় যেমন কারও জন্য থেমে থাকে না তেমনি সময়ের সাথে মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। মানুষ সবসময়ই চায় যেন সে পৃথিবীর সেরা একজনে পরিনত হতে পারে। তাই অক্লান্ত পরিশ্রম করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আমাদের জীবনযাত্রাকে সহজ করছে। তাই আজ ভিন্ন ধরনের একটি টিউন করতে চাচ্ছি। হয়ত টিউনের বিষয়বস্তুগুলো সাধারন জ্ঞানের সাথে মিলে যায় তারপরও.........................

পৃথিবীর দ্রুতগতি সম্পন্ন মানুষঃ

UsainBolt Arms দ্রুততম বিশ্বরেকর্ড সমূহ................  | Techtunes
উসাইন বোল্ট পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন মানুষ। যিনি মাত্র ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তার পূরাববর্তী দ্রুতগতির রেকর্ড ছিল ৯.৭২ সেকেন্ড।
Read more »

মুরগীর বাচ্চার জন্মগ্রহণ

birth of chicken 19 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 18 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 17 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 16 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 15 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 14 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 13 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 12 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 11 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 10 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 09 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 08 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 07 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 06 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 05 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 04 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 03 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 02 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes
birth of chicken 01 মুরগীর বাচ্চার জন্মগ্রহণ এর চিত্র ( না দেখলে মিস করবেন ! ! ! ) | Techtunes

Read more »

পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করা

আপনি ইচ্ছে করলে পেনড্রাইভ/মেমোরি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের ইমেজ যুক্ত করতে পারেন। এজন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন এবং যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবেন সেই ইমেজটি ফোল্ডারের ভিতরে রাখুন, তারপর একটি নোটপ্যাড খুলুন, নিচের কোডটি টাইপ করুন অথবা কপি করে পেষ্ট করুন।
Read more »

আনুমতি ছাড়া কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না

এটি রান করলে আপনার পিসি এর ইউ এস বি পোর্ট আকেজো হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই, আপনি চাইলেই আবার এক্টিভ করে নিতে পারবেন আপনার ইউ এস বি পোর্ট। আকেজো অবস্থায় কোনো পেন্ড্রাইভ আর ডিটেক্ট করবে না আপনার পিসি। তাই, এটি আপনি আপনার পিসি এর নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার পিসিতে কোন পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবে না।
Read more »

আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন

প্রথমে ফেসবুকের Home Page এর বাম পাশের অপশন গুলো লক্ষ্য করুন। তারপর Notes অপশনে ক্লিক করুন।
1 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes


Read more »

উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ আর আরো দ্রত উইন্ডোজ চালু করা

কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে| আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রুত উইন্ডোজ চালু করতে পারেন| এজন্য-

  1. প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন খুলুন|
  1. এবার View ট্যাব থেকে Automatically search for network files and folders চেক বক্স আনচেক করুন|
  1. Geviরানে গিয়ে রেজিষ্টি এডিটর খুলে HKEY_LOCAL_MACHINE \Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\RemoteComputer\NameSpace এর D6277990 -4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিড করে ফেলুন|
4.      এবার উইন্ডোজ পুনরায় চালু করলে দেখবেন উইন্ডোজ আগের চেয়ে অনেক বেশী দ্রুত খুলছে|
Read more »

রিমুভেবল ডিস্কের পাসওয়ার্ড

পেনড্রাইভ ও মেমোরি কার্ডে অনেক সময় আমরা এমন সব ফাইল রাখি, যা অন্য কেউ দেখলে ক্ষতি হয়ে যেতে পারে।
তবে চাইলে সুরক্ষিত করে রাখা যায় বহনযোগ্য ডিভাইস এর তথ্য।
অপরের কাছ থেকে ডিভাইসটির সুরক্ষা দিতে ডিভাইসটিতে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়।
"ইউএসবি সিকিউর" নামের একটি সফটওয়্যার এর সাহায্যে যে কোন মেমরি কার্ড ও পেনড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যাবে।
Read more »

সিডি/ডিভিডি/আইএসও থেকে সেটআপ ইউএসবি তে বুটেবল বানানোর সহজ পদ্ধতি

আমরা প্রায়ই ইন্টারনেট থেকে বা বিভিন্ন সোর্স থেকে বুটেবল আইএসও (সিডি বা ডিভিডি ইমেজ) পাই। সেটা হতে পারে লিনাক্স, বা উইন্ডোজ ৭ বা হিরেনবুট সিডি। এগুলো সিডি বা ডিভিডি তে বার্ন করে নিলেই বুটেবল হয়ে যায়। তবে ৪০০ বা ৭০০ মেগার আইএসও সিডি বা ডিভিডি তে বার্ন করে সম্পুর্ণ ডিস্ক নষ্ট করতে চান না কেউ কেউ (যদিও আইএসও ফাইল মাল্টিসেশান মুডে বারবার একই সিডি বা ডিভিডি তে বার্ন করা যায়)। বর্তমানে সকল মাদারবোর্ডে ইউএসবি বুট সাপোর্ট থাকায় অনেকেই এসব ইমেজ ইউএসবি ডিস্কে কপি করে ইন্সটল করতে চান। কিন্তু কাজ হয়না কারণ ইউএসবি ডিভাইস থেকে বুট করতে হলে ডিভাইস এ বুট ইনফর্মেশন যোগ করতে হয় যা সহজেই কমান্ড দিয়ে বা বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা সম্ভব। কিন্তু কেউ কেউ উইনটুফ্লাস, গ্রাবফরডস ইত্যাদি দিয়ে কাজ করতে যেয়ে এটা ওটা অপশন দেখে ভড়কে যান। কেউ হয়ত অনেক ধৈর্য নিয়ে কমান্ড দিয়ে কাজ করতে চেষ্টা করেন, কিন্তু কোথাও ভুল থাকার কারণে ইউএসবি থেকে বুট করার পর "Boot failure" দেখায়। এতশত সমস্যা থেকে মুক্তি দিতে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটি ফ্রীওয়্যারের সাথে যার নাম Universal USB Installer.
icon arrow যেকোনো সিডি/ডিভিডি/আইএসও থেকে সেটআপ ইউএসবি তে বুটেবল বানানোর সহজ পদ্ধতি | Techtunes এটি মুলতঃ লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রো ইউএসবি তে ইন্সটল করার কাজে ব্যাবহার করা হয়। তবে এর সাথে অন্যান্য বুটেবল আইএসও ইউএসবি ড্রাইভ এ বুটেবল বানানোর সুবিধা রয়েছে। প্রথমেই নিচের লিংকে যেয়ে থেকে এটা ডাউনলোড করে নিন।
Read more »

ইউএসবি ডিস্ক ফরম্যাটের এক হালি উপায়

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ
এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
এক্ষেত্রে, যা করতে হবেঃ
  • প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন।
  • যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে।
  • এন্টার দিন।
  • একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।
Read more »

ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি

আপনার কম্পিউটারে যদি আইটিউনস সফটওয়্যারটি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।

আউটিউনস ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে তা ওপেন করুন। ওপেন হয়ে গেলে বাম দিকে আইটিউনস স্টোর এ ক্লিক করুন, তারপর এ্যাপস্টোর এ ক্লিক করুন:

5814871950 4a62ec2d3a b ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়া এ্যাপল আইটিউনস এ্যাকাউন্ট খোলার পদ্ধতি (যাদের আইফোন বা আইপ্যাড আছে, তাদের জন্য জরুরী) | Techtunes

Read more »

এক বা একাধিক ওয়েবসাইটকে ব্লক করে রাখা

জনপ্রিয় ওয়েবসাইট গুগল ক্রোমে এই ধরনের একটা অপশন আছে যার মাধ্যমে আপনি কিছু ওয়েবসাইট বন্ধ করে রাখতে পারবেন। কিন্তু সেটি আপনাকে ম্যানুয়ালি এই কাজটি করতে দেবে না। এই পোষ্টে আপনি আপনাদেরকে বলব যে কিভাবে আপনারা ম্যানুয়ালি একটা একটা করে আপনার মতে ক্ষতিকর সাইট বন্ধ করে রাখতে পারবেন। শুধুমাত্র নিচের পদ্ধতি অবলম্বন করুন।
Read more »

ব্লগসাইট তৈরী করতে গুরুত্বপুর্ন কয়েকটি টিপস এন্ড ট্রিকস

ভিজিটরদের সন্তুষ্ট করার জন্য সহজ তিনটি টিপস এর কথা বলছিঃ

  • ১। আপনার ব্লগ এর কন্টেন্ট গুলো এমন ভাবে রাখবেন যাতে সব কিছু ভিজিটরদের চোখের সামনেই থাকে। মানে হল, ব্লগ এর নেভিগেশন সিস্টেম যেমন, মেনু বাটন, লিঙ্ক , হোম পেইজ এর বাটন যাতে সুবিধাজনক স্থানে থাকে।
  • ২। ভাল কিছু এবং সম-সাময়িক ব্যপার নিয়ে লিখুন এবং এগুলোকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার এর অপশন রাখুন , এর ফলে আপনার সাইটের ভিজিটররা এগুলো শেয়ার করবে ও এখান থেকে আপনি আরো ভিজিটর পেয়ে যাবেন। ৫০টি সোশ্যাল বুক-মার্কনিং সাইটের জন্য এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।
Read more »

Free Data Recovery Software

th 77738 গুরুত্বপূর্ণ একটি সফ্টওয়্যার নাদেখলে মিসকরবেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! | Techtunes
আমরা অনেক সময় আমাদের কম্পউটারে রাখা গুরুত্বপূর্ণ ফাইল ভুলে Delete করে ফেলি, Format করে ফেলি বা আমাদের কোন কারণে হর্ড ডিস্ক এর পার্টিশণ ভাঙ্গি তখন দেখা যায় যে আমাদের অনেক গুরুত্ব পূর্ণ ফাইল চলে গেছে তখন আমাদের খুব ঝামেলায় পরতে হয় । এছাড়াও আমাদের পেনড্রাইভে রাখা ফাইল ডিলেট করি বা ফাইলটি পেনড্রাইভে রেখেই ভুলে পেনড্রাইভটি ফরমেট করি এর ফলে অমাদের গুরুত্বপূর্ণ ফাইলটি হারিয়ে যায় যা পরে আমাদের যোগার করতে অনেক সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম আমার এই টউন। আমি আজ আপনাদের যে সফটওয়্যারটি দিব তার মাধ্যমে আপনি আপনার Data Recovery করতে পারবেন।
Read more »

রবিবার, ২৬ জুন, ২০১১

এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড



 

মোবাইল অপারেটিং সিস্টেম এনড্রয়েড এখন অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এই জনপ্রিয়তার মূল কারণ হিসেবে মূলতঃ এর ওপেন সোর্স হওয়া এবং সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রফেশনাল ও আ্যামেচার এপ্লিকেশন ডেভেলপারদের একে যথেচ্ছ ব্যবহার করার স্বাধীনতাকেই চিহ্নিত করা যায়। অনেক পরে যাত্রা শুরু করেও এনড্রয়েড পাল্লা দিয়ে অনেক আগেই অন্যান্য মোবাইল অপারেটিং সিস্টেম যেমন সিমবিয়ান ওএস, আইওএস ইত্যাদিকে শুধু ধরেই ফেলেনি বরং এগিয়েও গেছে বেশ কিছু।

যাহোক, এনড্রয়েড এর বিভিন্ন ভার্সনের কথা আমরা এইখানে আগেই জেনেছি। আপনি যদি একজন কম্পিউটার পাওয়ার ইউজার হন তাহলে স্বভাবতই আপনি আপনার বর্তমান অপারেটিং সিস্টেম নিয়ে সন্তুষ্ট থাকবেন না – বিভিন্নভাবে একে কাস্টমাইজ করতে চাবেন অথবা এর পরের ভার্সন (বেটা ভার্সন হলেও) নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন। ঠিক তেমনি আপনার এনড্রয়েড ডিভাইসটির উপর এই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দেবার জন্যই এনড্রয়েড তার বিভিন্ন ভার্সনের কাস্টমাইজড রূপ নিয়ে ছড়িয়ে রয়েছে সারা ওয়েব জুড়ে। আসুন দেখি এনড্রয়েডের ভার্সনগুলোকে কিভাবে ইন্সটল করা যায়।
CustomROM2 এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অপারেটিং সিস্টেম বা কাস্টম রম ইন্সটল করা একটি ঝুঁকিপূর্ণ কাজ। তবে এতে ভুল হলে আপনার ডিভাইসটি পুড়ে যাবে না, বা ভেঙ্গে টুকরা হয়ে যাবে না। ত্রুটিপূর্ণ ইন্সটলেশনকেও সাইজ করার ব্যবস্থা এনড্রয়েড ফোরামগুলোতে পাবেন।
আরেকটি কথা, এখানে আমি স্টক রম (ডিভাইস নির্মাতা যেটি ডিফল্ট ভাবে যে অপারেটিং সিস্টেমটি দেয়) এনড্রয়েড ২.২ (ফ্রয়ো) থেকে কাস্টম রম এনড্রয়েড ২.৩.৩ (জিনজারব্রেড) অপারেটিং সিস্টেমে আপগ্রেডেশন পদ্ধতিটি উদাহরণ হিসেবে বর্ণনা করব।
froyotogingerbread এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes

প্রস্তুতিপর্বঃ

  • কম্পিউটারের সাহায্যে যেহেতু আপনি কাজটি করবেন, তাই কম্পিউটারে আপনার এনড্রয়েড ডিভাইসটির ড্রাইভারসমূহ ইন্সটল করা থাকতে হবে। প্রাথমিকভাবে একবার ইউ এস বি ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করে নিন যাতে ড্রাইভারগুলো আপনার ডিভাইসটিকে সনাক্ত করে। এক্ষেত্রে আপনার ডিভাইসটির ড্যাটা ট্রান্সফার সফটওয়্যারটি চালিয়ে সংযুক্ত করটাই ভাল হবে।
  • আপনার এনড্রয়েড ডিভাইসটির সমস্ত আ্যপ্লিকেশন, ফাইল ইত্যাদি ব্যাক-আপ করে রাখুন। এজন্য আপনি ডিভাইসটির সাথে দেয়া পিসিস্যুট বা এই জাতীয় (স্যামসাং এর জন্য যেমন কাইস Kies) প্রোগ্রামের সাহায্য নিতে পারেন অথবা এনড্রয়েডের বিভিন্ন ব্যাক-আপ আ্যপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমার পছন্দ Titanium Backup – এটি ব্যবহারের জন্য আপনার ডিভাইসটি রুটিং করা প্রয়োজন যার বিস্তারিত বলেছি এইখানে
  • রম ইন্সটল করার জন্য আপনার যেসব ফাইল লাগবে সেগুলো একটি ফোল্ডারে রাখুন। যা যা লাগবেঃ
  • *.tar ফরম্যাটে রম ফাইল। এটি বেশ বড় সাইজের – ডাউনলোড যখন করবেন খেয়াল রাখবেন যেন কোনভাবেই এটি করাপ্ট না হয়। (জিনজারব্রেড এর জন্য এই ফাইলটির নাম P1000XXJQ1_P1000XXJQ1_P1000XXJPZ_HOME.tar। পাবেন এইখানে)
  • রম ফ্ল্যাশ করবার জন্য ওডিন নামের একটি সফটওয়্যার। এখানে আমরা Odin3 v1.7 সফটওয়্যারটি ব্যবহার করব। এখানে পাবেন।
  • একটি *.pit ফাইল যেমনঃ gt-p1000_mr.pit। এখান থেকে ডাউনলোড করতে পারেন।
  • ড্যাটাবেস এর জন্য dbdata.tar নামের একটি ফাইল। এখানে পাওয়া যাবে।
  • নতুন রম আপনার রুটিংকে বাতিল করে দিবে, তাই নতুন করে রুট করার জন্য নির্দিষ্ট ফাইল। (জিনজারব্রেড এর জন্য এই ফাইলটি হল CF-Root-TAB7_XX_OXA_JQ1-v3.3-CWM3RFS.tar। পাবেন এইখানে।)

এবার কাজের পালাঃ

  • প্রথমে আপনার ডিভাইসটি ডাউনলোড মোডে চালু করুন। গ্যালাক্সী ট্যাবে এটা করার জন্য পাওয়ার বাটন ও ভলিউম-ডাউন বাটন একসাথে চাপতে হবে। এই অবস্থায় আপনার এনড্রয়েড ডিভাইসটির স্ক্রিণে নীচের মত একটি ছবি আসবে।
CustomROMDL এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
download mode2 এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • আপনার ডিভাইসটিকে এবার ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
  • এবার ওডিন নামের ফ্ল্যাশিং সফটওয়্যারটি চালু করুন। ID:COM এর প্রথম ঘরটি হলুদ রঙে দেখালে মনে করবেন ওডিন আপনার ডিভাইসকে সনাক্ত করেছে।
odindetects এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • এবার ওডিন প্রোগ্রামের PIT নামের বাটনটিকে ক্লিক করুন ও  আপনার প্রয়োজনীয় ফাইল ফোল্ডার থেকে PIT ফাইলটি দেখিয়ে দিন (স্যামসাং গ্যালাক্সী ট্যাবের জন্য এটি gt-p1000_mr.pit)। খেয়াল করুন অপশন বক্সের তিনটি অপশনই স্বয়ংক্রীয়ভাবে সিলেক্ট হয়ে গেছে।
  • এবার Files[Download] অংশ থেকে PDA বাটনটি ক্লিক করে মূল কাস্টম রম ফাইলটিকে চিনিয়ে দিন।
odinpda1 এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • স্টার্ট বাটনটি চাপুন। শুরু হয়ে যাবে আপনার পছন্দের রমকে ফ্ল্যাশ করবার কাজ। শেষ হলে একটি সবুজ রঙের Pass সিগন্যাল পাবেন এবং আপনার ডিভাইসটি আপনা-আপনি রি-স্টার্ট হয়ে যাবে ও কম্পিউটারের বুট হবার সময়ের BIOS setup এর মত একটি স্ক্রিণ (রিকোভারী মোড) এসে ডিভাইসটি চালু হবে। ডিভাইসটিকে বন্ধ করুন।
odinpass এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • কাজ শেষ হয়নি। ডিভাইসটিকে আবার ডাউনলোড মোডে চালু করুন।
  • ওডিন বন্ধ করে চালু করুন। এবার ওডিন এর অপশন থেকে Re-Partition চেক বক্সটি ক্লিয়ার করুন (বাকি দুটো অপশন সিলেক্ট করা থাকবে)
GBRoot1 এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • এবার Files[Download] অংশ থেকে PDA বাটনটি ক্লিক করে dbdata.tar ফাইলটিকে চিনিয়ে দিন। স্টার্ট বাটনটি চাপুন। কাজ শেষ হলে সবুজ সিগন্যাল পাবেন। ডিভাইসটি রি-স্টার্ট হবে। আপনি একে বন্ধ করুন।
  • এবার রিকোভারী মোড এ প্রবেশ করুন। গ্যালাক্সী ট্যাবের ক্ষেত্রে পাওয়ার ও ভলিউম আপ বাটন একসাথে চেপে ধরে রাখলে রিকভারি মোডে প্রবেশ করা যায়।
recmode এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
  • এখানে উপরে নীচে যেতে হলে আপনাকে ভলিউম বাটনকে ব্যবহার করতে হবে। কোন অপশন সিলেক্ট করতে হলে হোম বাটন চাপতে হবে।
  • প্রথমে wipe cache partition এ যেয়ে তা সিলেক্ট করুন।
  • এরপর wipe data/factory reset এ যেয়ে তা সিলেক্ট করার পর, delete all your data সিলেক্ট করুন।

জিনজারব্রেড সিস্টেম রুটঃ

যেহেতু আপনি একটি নতুন রমে আপগ্রেড করলেন, তাই স্বাভাবিকভাবেই আপনার আগের রুট এক্সেস নষ্ট হয়ে যাবে। আপনি যদি জিনজারব্রেড সিস্টেম রুট করতে চান তাহলেঃ
  • ডিভাইসটি সুইচ অফ করুন।
  • ওডিন প্রোগ্রাম থেকে বেরিয়ে আসুন।
  • ডাউনলোড মোডে প্রবেশ করুন।
  • ওডিন প্রোগ্রাম চালু করুন। ওডিন এর অপশন থেকে Re-Partition চেক বক্সটি ক্লিয়ার করুন (বাকি দুটো অপশন সিলেক্ট করা থাকবে)
  • এবার Files[Download] অংশ থেকে PDA বাটনটি ক্লিক করে CF-Root-TAB7_XX_OXA_JQ1-v3.3-CWM3RFS.tar ফাইলটিকে চিনিয়ে দিন। স্টার্ট বাটনটি চাপুন। কাজ শেষ হলে সবুজ সিগন্যাল পাবেন। ডিভাইসটি রি-স্টার্ট হবে। এবার স্টার্ট হতে একটু সময় বেশি নেবে। চিন্তার কোন কারণ নেই।
  • হয়ে গেল আপনার জিনজারব্রেড রুটিং।

মনে রাখবেনঃ

ডাউনলোড মোড = পাওয়ার বাটন + ভলিউম ডাউন বাটন
রিকোভারী মোড = পাওয়ার বাটন + ভলিউম আপ বাটন (লোগো দেখলে পাওয়ার বাটন ছেড়ে দেবেন)
gingerbread এনড্রয়েড সমাচার – অপারেটিং সিস্টেম/কাস্টম রম ইন্সটল পদ্ধতি (গ্যালাক্সী ট্যাবের ২.২ ফ্রয়ো থেকে ২.৩ জিনজারব্রেড এর উদাহরণ) | Techtunes
উপভোগ করুন এনড্রয়েডের আরও উন্নত জিনজারব্রেডের স্বাদ। সবাই ভাল থাকবেন।
Read more »