শনিবার, ২১ মে, ২০১১

যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন

ইন্সটলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র:

১) সবার প্রথমেই আপনার দরকার হবে ১টি হ্যাকিটোশের ISO. নেটে বিভিন্ন গ্রুপের হ্যাককৃত হ্যাকিনটোশ আছে। এরমধ্যে iDeneb, iAtkos, Kalyway, Universal Installer ইত্যাদি বহুত আছে। তবে এগুলোর কোনটাই ১০.৬.৬ নয় shame পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)! মানে ম্যাকের সবচেয়ে লেটেস্ট ভার্সন নয়! তাই আপনাদের জন্য আমি সবচেয়ে ভাল মনে করব Mac OS X Snow Leopard 10.6.6 Hazard ISO টি। এটি আপনি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। মাত্র 3.49 জিবি!
 cool পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব)
২) এরপর আপনার দরকার হবে একটি উবুন্টু/মিন্টের লাইভ সিডি। ইন্সটলের পর এটার দরকার হতে পারে।
৩) একটি সম্পূণ খালি প্রাইমারী পার্টিশন যার সাইজ কমপক্ষে ১০ জিবি বা তার বেশী হয়। (১৫ জিবি রিকমেন্ডেড)
৪) একটি উইন্ডোজ সেভেন ইন্সটলের সিডি। (যেহেতু আমি এটা যে কম্পিউটারে উইন্ডোজ সেভেনের লেটেস্ট বুট মেনুতে চলছে তা অনুসারে লিখছি সেহেতু এক্সপির পুরোনো বুট মেনু হলে কোন সমস্যা হলে হয়ত আমি সমাধান দিতে পারব না sad পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (১ম পর্ব))


2nd stage:
  1. সবার আগে PPF O Matic Software টি ডাউনলোড করে নিন।
  2. সফ্টওয়্যারটি ওপেন করে PPF ফাইলের জায়গায় ডাউনলোডকৃত PPF ফাইলটি (IOATAFamily Zip থেকে Extract করতে হবে) Input দিন।
  3. ISO ফাইলটি দেখিয়ে দিন
  4. কনফার্মেশন ম্যাসেজ আসবে সাকসেসফুলি ডিভিডি আপডেট হয়ে গেছে।
প্রথম কাজটা শেষ। এবার ডিভিডি বার্ন করে ফেলুন।
সাবধানতা: 4x বা 8x স্পিডের বেশী দিয়ে ডিস্ক রাইট করবেন না।

ইন্সটলিং ম্যাক

এবার ম্যাক ইন্সটল করার পালা। প্রথমেই ডিভিডি ঢুকিয়ে ডিভিডি থেকে বুট করুন। যদি ঝামেলা করে তাহলে BIOS থেকে Sata’র জন্য AHCI মোড নির্বাচন করুন।
  1. ধরা যাক ডিভিডি থেকে সাকসেসফুলি বুট হয়েছে। এখন অ্যাপল লোগো লোডিং শুরু করবে। এক্ষেত্রে বেশ টাইম লাগবে।
  2. এরপর ভাষা, লাইসেন্স এগ্রিমেন্ট ইত্যাদি চাবে..সেগুলো সঠিকভাবে নির্বাচন করে দিন। একসময় বলবে যে কোন হার্ডডিস্কে ইন্সটল করবে তা দেখিয়ে দিতে।
  3. এখন আসল কাজ শুরু…
  4. উপরে দেখবেন যে Utilities→Disk Utility তে যান। কিছুক্ষণ দেরী হওয়ার পর Disk Utility খুলবে। এখানে আপনি আপনার Hard Drives গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার আগে থেকে যে ড্রাইভটি ইন্সটল করবে বলে রেখেছেন সেটি বামপাশের কলাম থেকে নির্বাচন করুন। এবং Erase ট্যাবে যান। এখন Mac OS X Extended (Journaled) ফরম্যাটে ডিস্কটি ফরম্যাট করে ফেলুন এবং ডিস্ক ইউটিলিটি থেকে বের হয়ে আসুন।
  5. এবার আপনার সদ্য তৈরী করা ডিস্কটি ইন্সটলের জন্য সিলেক্ট করুন এবং এর নীচে কাস্টোমাইজে ক্লিক করুন।
সবচেয়ে কঠিন অংশে হাজির হয়েছি আমরা। এখনকার কাজটা শুধু আমি বলে দিলেই হবে না নিজের কিছু বুদ্ধি খাটিয়েও কাজটা সম্পন্ন করতে হবে।

কাস্টোমাইজ অংশে যা সিলেক্ট করবেন:

কাস্টোমাইজ অংশে কি সিলেক্ট করবেন তার একটা স্ক্রিনশট তৈরী করেছি। তা নীচে দিচ্ছি:
GdFgi পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব)
ছবিটি ডাউনলোড করে বড় করে দেখুন এবং পারলে ইন্সটলের পূর্বে প্রিন্ট করে নিন। কিন্তু ভাল করে লক্ষ্য করলে দেখবেন ছবির কিছু অংশ সবুজ এবং কিছু অংশ নীল দ্বারা চিহ্নিত করেছি।
এখানে আমি সবুজ যে চিহ্নগুলো দিয়েছি সেগুলো বেশীরভাগ পিসির জন্য সবচেয়ে জরুরি। মানে এগুলো লাগবেই। smile পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব) আর নীলগুলো একেকজনের পিসির জন্য একেক রকম হবে।
ধরুন আপনি Nvidia এর গ্রাফিক্স কার্ড ইউজ করছেন। তাহলে কি আপনি ATI এর গ্রাফিক্স ড্রাইভারও ইন্সটল করবেন? অবশ্যই না! shame পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (২য় পর্ব) ঠিক এরকমভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি যে কোম্পানীর ড্রাইভার ইউজ করছেন শুধুমাত্র সেগুলোই সিলেক্ট করবেন। বাকিগুলো সিলেক্ট করলে কিন্তু সিস্টেম ক্র্যাশ করবে। সাউন্ডের জন্য নির্দিষ্ট ব্র্যান্ড যদি লিস্টে থাকে তাহলে তা সিলেক্ট করুন আর না থাকলে Voodoo টা সিলেক্ট করুন। (সবুজ মার্কিং করা আছে) আর LAN & WLan এরটা শুধু যে কোম্পানীর আপনি ইউজ করছেন শুধু এটা চেক করুন। বাকিগুলো সবুজ মার্কিং গুলো শুধু টিক দিয়ে দিন। তাহলেই হবে।
সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি সাকসেসফুলি ম্যাক ইন্সটল করে ফেলবেন।
এরপর কাজ হল Windows 7 এর বুটমেনু ফিরিয়ে আনা (যদি নষ্ট হয়) এবং উইন্ডোজ বুটমেনুতে ম্যাকের এন্ট্রি যোগ করা।

যা যা লাগবে:

  1. ১টি উবুন্টু/মিন্ট লাইভ সিডি
  2. ১টি উইন্ডোজ সেভেন এর ডিভিডি
  3. ১টি সফ্টওয়্যার
ধরি আপনি সফলভাবে ম্যাক ইন্সটল করেছেন। এবার আমাদের কাজ হল উইন্ডোজ সেভেনকে ফিরিয়ে আনা এবং ম্যাককে বুট করানো।
এজন্য প্রথমে আপনি উবুন্টু/মিন্টের লাইভ সিডি দিয়ে বুট করুন এবং উবুন্টু/মিন্ট ডেস্কটপ থেকে gparted ওপেন করুন। (Applications >> Accessories >> GParted Partition Editor)
জিপার্টেড ওপেন হওয়ার পর আপনার বুট ফ্ল্যাগগুলো লক্ষ্য করুন। দেখবেন আপনার উইন্ডোজ সেভেন ড্রাইভের পাশে Boot নেই কিন্তু ম্যাকের পার্টিশনে Boot আছে। এখন আপনার কাজটি সহজ।
  1. জিপার্টেড থেকে উইন্ডোজের পাটিশানটি সিলেক্ট করুন এবং Right Mouse Click করে Change Boot Flags সিলেক্ট করুন।
  2. নতুন উইন্ডো থেকে Boot সিলেক্ট করুন এবং ওকে করুন।
  3. এবার ম্যাক ও এস এক্স ড্রাইভ সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করুন এবং বুট চেক করা থাকলে তা আনচেক করুন। এবার ওকে করুন।
ব্যাস হয়ে গেল। এখন আপনার পিসি উইন্ডোজ সেভেন বুটলোডার দিয়ে বুট করবে। কিন্তু উইন্ডোজ সেভেন বুট করার পর অনেকক্ষেত্রে আপনার উইন্ডোজ নাও চলতে পারে। (আমাকে কয়েকবার বলেছে বুট ম্যানেজার করাপ্টেড)
E1OYI পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব)

এখন এই করাপ্টেড বুট ম্যানেজার ঠিক করারও একটি সহজ উপায় আছে। এজন্য প্রথমে আপনার উইন্ডোজ সেভেনের ডিভিডি দিয়ে বুট করুন এবং ইন্সটলের সময় Repair Windows সিলেক্ট করুন। Repair Windows সিলেক্ট করার পর আপনার ওখানে Command Prompt পাবেন। Command Prompt ওপেন করুন এবং নীচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
1) type: diskpart
2) type: select disk 0
3) type: list volume (এখানে আপনার উইন্ডোজ সেভেনের ডিভিডি'র ড্রাইভ লেটারটা লক্ষ্য করুন। ধরি আমার ড্রাইভ লেটার J)
4) type: exit
5) type: cd.. (dot dot)
6) এবার আপনার উইন্ডোজ সেভেন ড্রাইভ লেটার লিখে কোলন চেপে এন্টার দিন। আমার ক্ষেত্রে J হয়েছিল বলে এখন আমি লিখব J: (J এবং : দিয়ে এন্টার)
6) type: cd boot
7) type: bootsect /nt60 SYS /mbr
Boot code was successfully updated টাইপ একটা ম্যাসেজ দেখাবে। তারমানে সফলভাবে উইন্ডোজ সেভেন ফিরে এসেছে।
এবার রিস্টার্ট দিয়ে উইন্ডোজ সেভেনে ঢুকুন।
এবার ম্যাককে ফিরিয়ে আনতে হবে। এজন্য-
১) Easy BCD Edit 2.0.2 ডাউনলোড করুন এখান থেকে
২) Add New Entry তে ক্লিক করুন।
৩) উপর থেকে ম্যাক সিলেক্ট করুন।
৪) যুতসই নাম দিয়ে EFI (Default) সিলেক্ট করে Add Entry দিন।
৫) এডিট বুটমেনুতে যেয়ে তা সেভ করুন।big smile পূর্ণাঙ্গ গাইডলাইন:যেভাবে ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল করবেন (শেষ পর্ব)

BINGOOOOOOO.........................................

ব্যাস! হয়ে গেল! আপনি এখন সাকসেসফুলি ম্যাক ও এস এক্স ইন্সটল করে ফেলেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন