বুধবার, ১১ এপ্রিল, ২০১২

কোরআন তেলাওয়াত শুনার অসংখ্য ফিচার-এ ভরপুর সফটওয়্যার

মুসলিম হিসেবে কোরআন তেলাওয়াত করা তার পাশাপাশি সে অনুযায়ী জীবন পরচালনা করা অত্যাবশ্যকীয়।তাই টিপির সকল মুসলিম ভাইদের জন্য অত্যন্ত চমৎকার ও অসংখ্য ফিচার সমৃদ্ধ একটি সফটওয়ার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিন্নধর্মাবলম্বী ভাইসকল আপনারা মন খারাপ করবেন না; কোরআন তথা ইসলাম সম্পর্কে আপনার যদি আগ্রহ থাকে তবে এই সফটওয়্যারটি আপনাকে কোরআন সম্পর্কে জানতে অনেক সাহায্য করবে।চলুন তাহলে এক নজরে দেখে নেই কি আছে এই সফটওয়্যারটিতে

ফিচারসমূহঃ

–> পুরো ৩০ পারা কোরআন শরীফ (আরবী মতন)
–> বাংলা, ইংরেজীসহ বিভিন্ন ভাষার অনুবাদ যুক্ত করার ব্যবস্থা।
–> ইংরেজীতে পুরো কোরআন শরীফের উচ্চারনযুক্ত করার সুবিধা।
–> বিশ্বের বিখ্যাত সব ক্বারীগণের কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা (অনলাইন/অফলাইন)
–> ইন্টারভাল (দুটো আয়াত তেলাওয়াতের মাঝের সময়) বাড়ানোর কমানোর সুবিধা।
–> তেলওয়াত রিপিট করার সুবিধা।
–> যে কোন সুরার যে কোন আয়াতে সূরার নাম/ক্রম এবং আয়াত নম্বর দিয়ে জাম্প করার সুবিধা।
–> দরকারী আয়াত সমূহের মাল্টি লেভেল বুকমার্ক করে রাখার সুবিধা।
–> কোরআনের  আয়াত খুজে পাওয়ার জন্য পাওয়ারফুল সার্চ ইঞ্জিন।
–> অ্যাডভান্স সার্চের মা্ধ্যমে নিদির্ষ্ট কোন শব্দ বিশিষ্ট অনুবাদ খুজে পাওয়ার ব্যবস্থা।
–> একই সময়ে বিভিন্ন ভাষার অনুবাদ দেখার সুবিধা।
–> থিম চেঞ্জ করার সুবিধা
–> Html ফরম্যাটে পেজ সেভ করা যায়
আর লিখতে পারছি না। আপনারা ঘাটাঘাটি করলে হয়তো আরো কিছু পাওয়া যাবে।

সফটওয়্যার  ইন্টারফেসঃ


সফটওয়্যার ডাউনলোডঃ




বাংলা অনুবাদ ডাউনলোডঃ 

বাংলা অনুবাদ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সফটওয়্যার ইন্সটলেশনঃ

কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ইন্সটল করার মতই ইন্সটল করে নিন।

বাংলা অনুবাদ যুক্ত করার পদ্ধতি

১. প্রথমে কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার ইন্সটল করার মতই ইন্সটল করে নিন।
২. সফটওয়্যারটি ওপেন করে Tools>>Add>>Translation এ ক্লিক করুন
Browse করে পূর্বে ডাউনলোড করা  Translation (bn.bengali.trans) ফাইলটি
সিলেক্ট করে দিন। নিচের চিত্রদুটি দেখে নিন



Recitation (তেলাওয়াত) যোগ করার পদ্ধতিঃ

ইন্টারনেটযুক্ত কম্পিউটারে ক্বোরআন তেলাওয়াত শুনতে চাইলে Audio Player এর প্লে বাটনে ক্লিক করলেই
অনলাইন ভার্শন তেলাওয়াত শুরু হয়ে যাবে। তবে আপনি যদি ইন্টারনেট ছাড়াই তেলওয়াত শুনতে চান সেক্ষেত্রে
যে কোন একজন ক্বারীর পুরো তেলাওয়াতের Audio file টি ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে ফাইল সাইজটি
একটু বড় হবে। আমার কাছে Mishary bin Rashid Al-Asafy এর তেলওয়াতের ধরন অনেক ভালো লাগে।
Mishary bin Rashid Al-Asafy এর তেলওয়াত এর ফাইলটি এখানে 
File Size :  501.0 MB
১. সফটওয়্যারটি ওপেন করে Tools>>Add>>Recitation (*.recit.Zip) এ ক্লিক করুন
Browse করে পূর্বে ডাউনলোড করা  Recitation (afasy-40kbps-offline.recits) ফাইলটি
সিলেক্ট করে দিন। নিচের চিত্রটি দেখে নিতে পারেন।
এছাড়া বিশ্বের বিভিন্ন ভাষার অনুবাদ, অনলাইন ও অফলাইন recitation এর জন্য এখানে দেখুন

লে-আউট কনফিগার করার পদ্ধতিঃ

আপনারা যদি ইউজার ইন্টারফেসের লে-আউটটা আমার করতে চান অর্থা ৎ একইসাথে আরবী মতন,
বাংলা অনুবাদ, ইংরেজী উচ্চারন, ইংরেজী অনুবাদ দেখতে চান সে-ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরন করুন
১. সফটওয়্যারটি ওপেন করে View>> Translation>> Configure Custom Translations..
Available Translations:  [bn] মুহিউদ্দিন খান , [en] Transliteration, [en] Abdullah Yusufali
সবগুলো সিলক্টে করে Use-> এ ক্লিক করেন।ok করে বের হয়ে আসুন
২.  View>>Layout>>Multi translation এ ক্লিক করুন।
কোন সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান চেষ্টা করব সমাধান দেওয়ার।
অফটপিকঃ আজ বুঝতেছি টিজেরা কত কষ্ট করে এক একটি টিউন তৈরী করেন। আল্লাহ তাদের ধৈর্য্য ও এনার্জি বাড়িযে যাতে বেশী বেশী পোষ্ট করতে পারেন। আমীন।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন