শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

kaspersky 2012 কে আজীবনের জন্য নিজের করে নিন । [শতভাগ ঝামেলাহীন]

ANTIVIRUS জগৎ এ KASPERSKY এর উপরে কোন SECURITY হয় না ।
অনেকে এটা কিনে ব্যবহার করেন আবার অনেকে ট্রায়াল চালান । যারা ট্রায়াল চালন তাদের প্রায় একটা সমস্যায় পড়তে হয় সেটা হলো একমাস পর ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যায় তখন আবার নেট থেকে নতুন করে নামাতে হয় ।

তো আজকে আসুন দেখাই কিভাবে এ ঝামেলা থেকে বাচা যায় ।
Read more »

আগামি ৫ মিনিট এই পোস্ট আমাদের আপুদের স্তব্ধ করে দেবে :| [ ছোট বড় সবাই এই পোস্টটি একবার হলেও পড়ুন] ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০১

এই নোট পড়ে খারাপ লাগলে নির্দ্বিধায় আমাকে আনফ্রেন্ড করতে পারেন


আমার ভেতর থেকে প্রচন্ড তাগিদ না পেলে আমি লিখতে বসিনা। ওটা আমার কাজও না। ঘন্টার পর ঘন্টা কথা বলতেও আমার আপত্তি নেই যতটা আপত্তি এই লিখার ক্ষেত্রে। এই লিখা যখন লিখছি তখন প্রচন্ড রাগে আমার গা জ্বলছে।

আমি এত ভূমিকা না করে সরাসরি আসল কথায় আসি। স্পা না করলে কি মেয়েরা মরে যাবে? বাঙ্গালী মেয়ারা যথেষ্ঠ রূপবতী। এই রূপ গত কয়েক বছরে ধুম করে জেগে ওঠেনি। তারা আগেও রূপবতী ছিল এখনো আছে। আমি জানিনা যে স্পা তে এমন কি আছে যে তার রূপে এমন বিশেষ কিছু অ্যাড করবে যা না থাকলে তার জীবন চলবেনা? যার কারনে অন্য একজন মানুষের সামনে আধা নগ্ন হয়ে body message করাতে হবে। লজ্জা শরমের মাথা কি কাঁচাই খেয়ে ফেলছি আমরা?
Read more »

কেন এত বেশী আধুনিক বৃটিশ ক্যারিয়ার নারীরা ইসলাম গ্রহন করছেন? - ইভ আহমেদ

লেখিকা ইভ আহমেদ: মুসলিম হিসেবে বড় হয়ে পরবর্তীতে ইসলাম ত্যাগ করেন

[কিছুদিন আগে ডেইলী মেইলের এই লেখাটি আমাকে ফরোয়ার্ড করা হয়। লেখাটির লেখিকা একজন প্রাক্তন মুসলিম নারী ইভ আহমেদ (উপরের ছবি), যিনি মুসলিম হিসেবে লালিত হয়ে পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছিলেন। লেখাটির বাংলা অনুবাদ নীচে দিচ্ছি। অনুবাদের দুর্বলতার জন্য ক্ষমাপ্রার্থী।]

Click This Link

======================================

গত উইকএন্ডে টোনি ব্লেয়ারের শ্যালিকা তার ইসলাম গ্রহনের কথা ঘোষনা দেন। সাংবাদিক লরেল বুথ তার এই বিশ্বাস গ্রহন করাকে ইরানের পবিত্র অভিজ্ঞতার সাথে সম্পর্কিত করেন। আরো অনেক আধুনিক বৃটিশ নারীর মত তিনিও একজন যিনি ইসলাম গ্রহন করলেন। এখানে নীচের লেখায় লেখিকা ইভ আহমেদ, যিনি মুসলিম হিসেবে বড় হয়ে পরবর্তীতে ইসলাম ত্যাগ করেন, এই ধর্মান্তরের কারন ব্যাখা করছেন।
Read more »