বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

কীভাবে বুঝবেন যে আপনার পিসি হ্যাকিংয়ের শিকার?


বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউনে স্বাগতমকেমন আছেন আপনারা? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেনআজ আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করতে যাচ্ছি আপনি ভাল থাকবেন আপনি ভাল থাকবেন পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোআ করবেন।আজ যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল, “কীভাবে আপনি বুঝবেন যে আপনার পিসি হ্যাকিংয়ের শিকার?” খুবই মজার একটি বিষয়! চলুন মূল টিউনে…

এজন্য আমরা আমাদের পিসি চেক করব। চলুন শুরু করি, আপনি আমার সাথে সাথে চেক করা শুরু করে দিন।

১ম পদ্ধতি

  • Start à Run à msconfig লিখে এন্টার করুন।
  • একটি উইন্ডো আসবে।
  • এখান থেকে “Startup” ট্যাবে ক্লিক করুন।
  • এখানে আপনি আপনার উইন্ডোজে কি কি এ্যাপ্লিকেশন চালু আছে, তার তালিকা দেখতে পাবেন।
  • এবার এখান থেকে RAT/Stealer/Keylogger/bot ইত্যাদি খুঁজে বের করবেন।
  • এজন্য “Stub.exe” ,”server.exe” ,”s3rver.exe” ইত্যাদি নাম দিয়ে সার্চ দিন।
  • আপনি যদি কিছু পান, তাহলে তা আনচেক করুন।
  • এবার “Save” করে আপনার পিসি রিস্টার্ট করুন।

২য় পদ্ধতি

  • Start à Run à regedit লিখে এন্টার করুন।
  • তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
  • এবার সফটওয়্যার ফোল্ডারটিতে HKey_Current_User (HKCU) লিথে সার্চ করুন।
  • তাহলে আপনার পিসির সকল প্রোগ্রামগুলো এখানে দেখাবে।
  • এখন আপনি যদি আক্রান্ত হন, তাহলে Server বা Stub বা sh*t এগুলোর মতো দেখতে পাবেন।
  • আপনি যদি এমন কোন খুঁজে পান, তাহলে উক্ত ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Delete Entry তে ক্লিক করুন।
  • ব্যস কাজ শেষ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ………….

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন