সূচনা:
রেট এর সম্পূর্ণ নাম হচ্ছে রিমোট এ্যাডমিনিস্ট্রেশন টুল যা রিমোট সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অনেকগুলো টুলের সাহায্যে এটা একটি বা কয়েকটি কম্পিউটার পরিচালনা করতে পারে। টুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে :
. স্ক্রিন বা ক্যামেরা ক্যাপচারিং
. ফাইল রক্ষনাবেক্ষন (ডাউনলোড/আপলোড/এক্সিকিউট ইত্যাদি)
. শেল পরিচালনা (যা অনেকক্ষেত্রে কমান্ড এরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ)
. কম্পিউটার পরিচালনা (কম্পিউটার চালু/বন্ধ বা ইউজার চালু/বন্ধ করা) ইত্যাদি।
যদিও এগুলো ভালো কাজে ব্যবহারের জন্য সফটওয়্রার ডেভেলোপারগন তৈরী করেছিলেন কিন্তু এরও খারাপ দিকে ব্যবহার রয়েছে। রেটের মাধ্যমে আপনি আপনার ল্যান সংযোগের সাথে সংযোগকৃত সবগুলো কম্পিউটার সার্ভার রক্ষনাবেক্ষন করতে পারবেন। সাধারনত স্কুল কলেজ বা সাইবার ক্যাফেগুলোতে এভাবে ল্যান সংযোগ দেয়া থাকে। আপনি রেট ব্যবহার করে যেকোন একটি পিসিতে বসে আপনি যেকোন কম্পিউটার হ্যাক করতে পারেন।
Read more »